Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৩

সাফল্য ও অর্জন

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ২৪০টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছিল। বাকি আসনগুলো ১৪-দলীয় জোটের শরিক, জাতীয় পার্টি এবং সমমনাদের ছেড়ে দেওয়ার পর চূড়ান্ত করা হয়। এবার দুটি আসন বাদে সব কটিই ঘোষণা করা হলো। ফলে আগামী নির্বাচনে জোট-মহাজোট থাকবে কি না, সেই প্রশ্ন ওঠে। কারণ, ১৪–দলীয় জোটের এবং জাতীয় পার্টির নেতাদের আসনে আওয়ামী লীগ যাঁদের নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাও রয়েছেন।

       
       
       
       
       

 

2023-11-27-06-49-bf3b803850e0f908c1e22596c1bc4f9c.pdf 2023-11-27-06-49-bf3b803850e0f908c1e22596c1bc4f9c.pdf